সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
আজ ০৪ ফেব্রুয়ারি নতুন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির স্প্রিং-২০২৫ সেমিষ্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তাসনুভা আহমেদ টিনা, প্রধান নির্বাহী কর্মকর্তা, কাজী মিডিয়া লিমিটেড। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান ও ট্রাস্টি কাজী জাহিন হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, ট্রেজারার আহমেদ আবদুল্লাহ জামাল, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।