"সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি শিক্ষার্থীদের চাকরির দক্ষতা বাড়াতে GRIP প্রোগ্রামের উদ্বোধন"
"সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি শিক্ষার্থীদের চাকরির দক্ষতা বাড়াতে GRIP প্রোগ্রামের উদ্বোধন"
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চাকরীর ক্ষেত্রে আরো এগিয়ে নিতে সিসনোভা GRIP (Graduate Readiness Internship Program) নামে একটি প্রোগ্রাম চালু করেছে। প্রোগ্রামটির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, মিস মাহমুদা ইসলাম (সিইও,সিসনোভা), মনিরুজ্জামান মনির (হেড অব এইচআর, কাজী ফার্মস), এস এম আকাশ (চিফ নিউজ এডিটর, দ্বীপ্ত টেলিভিশন) অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা।