জাতীয় শোক দিবস ২০২২
জাতীয় শোক দিবস ২০২২
গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ২০২২ পালন করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। দিবসটি উপলক্ষে 'শোক থেকে শক্তি, সমৃদ্ধির পথে বাংলাদেশ' - এই বিষয়কে উপজীব্য করে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৭ আগস্ট ২০২২ বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ এবং সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে 'বঙ্গবন্ধুর লেখা থেকে পাঠ' অংশে 'অসমাপ্ত আত্মজীবনী' থেকে নির্বাচিত অংশ পাঠ করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা ইকবাল খান এবং 'কারাগারের রোজনামচা' থেকে পাঠ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রানিয়া নূর।
রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী সাইমা হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাওরিন ইয়াসমিন নিসা এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ বেগম হাফসা চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক আসিফুন নাহার। অনুষ্ঠানের আয়োজনে ছিল বিশ্ববিদ্যালয়ের কালচার ক্লাব।