"রোকেয়ার লড়াই ” শীর্ষক ওয়েবিনার

"রোকেয়ার লড়াই ” শীর্ষক ওয়েবিনার

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে বুধবার, ৯ই ডিসেম্বর, সন্ধ্যা ৭-০০ টায় আয়োজিত হয় "রোকেয়ার লড়াই ” শীর্ষক ওয়েবিনার। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মবার্ষিকী ও রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ আমাতুল লায়লা জামান, যিনি বর্তমানে রোকেয়া চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুরুষশাসিত এই সমাজে নারীর অর্থনৈতিক, আত্মিক ও মানসিক মুক্তির একমাত্র উপায় যে শিক্ষা, তা যিনি তাঁর সল্পদীর্ঘ জীবনে বহুবার বলে গেছেন, এর জন্য লড়াই করেছেন, নিন্দিত হয়েছেন নন্দিত হয়েছেন, তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন৷ আলোচনা সভায় অধ্যাপক জামান তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এই সংগ্রামী এই নারীর জীবন ও কর্ম। অনুষ্ঠানের এক পর্যায়ে রোকেয়ার সাহিত্য কর্ম থেকে স্মৃতি পাঠ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী নাফিসা তাবাসসুম ও আশনা মাহজাবিন। রোকেয়া সাখাওয়াত হোসেন নারীমুক্তির যে লড়াই শুরু করে গিয়েছিলেন সেই আদর্শে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের মুক্তচিন্তা চর্চার আহবান জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডঃ পারভীন হাসান।

ডঃ পারভীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মুক্ত আলোচনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ, সোশিওলজি ও জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মালেকা বেগম , ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক জায়েদ উল এহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসিফুন নাহার।