Rules and Techniques এর শীর্ষক কর্মশালা
Rules and Techniques এর শীর্ষক কর্মশালা
Pursue of Excellence এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ আগস্ট ২০১৯ বৃহস্প্রতিবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ডিবেট ক্লাব Rules and Techniques শীর্ষক এক কর্মশালা আয়োজন করে ।
ডিবেট প্রাসঙ্গিক নিয়ম এবং বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা দেবার জন্য কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্দালয়ের শিক্ষার্থী সিয়াম সাদিক ইসতি ঢাকা বিশ্ববিদ্দালয়ের ডিবেটিং সোসাইটির কলেজ অ্যাফেয়ার্স সম্পাদক এবং ফারজানা জাহান নূর ইভা বিশ্ববিদ্দালয়ের সুফিয়া কামাল হলের ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক।
আরও উপস্থিত ছিলেন ভার্সিটির উপাচার্য ড.পারভীন হাসান ,ট্রেজারার ড.এম, মোফাখ্খারুল ইসলাম ,রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ এবং বিভিন্ন বিভাগের চেয়ারপারসনসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ অংশে আঞ্চলিক ভাষায় ডিবেটের আয়োজন করে ক্লাবের সদস্যরা।