"IT FEST 2019" এর পুরস্কার বিতরণী
"IT FEST 2019" এর পুরস্কার বিতরণী
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে "IT FEST 2019" এর গত ১৫ এপ্রিল, ২০১৯ তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি উদ্যোক্তা এবং সফটওয়ার কোম্পানি দোহাটেক নিউ মিডিয়ার চেয়্যারম্যান লুনা শামসুদ্দৌহা। এ সময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ এবং ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে আইটি কুইজ, ম্যাথ অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, গেমিং কনটেস্ট, আইটি ডিবেট, সফটওয়্যার প্রজেক্ট শো, আইডিয়া জেনারেশন, হার্ডওয়্যার প্রজেক্ট শো বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এই বিভাগ গুলিতে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার আপ হন-সাদিয়া আফরিন নীলা ও আয়েশা সিদ্দিকা; তাহিয়া বুশরা ও জান্নাতুল ফেরদৌস সানু; সাদিয়া আফরিন লীলা ও আয়েশা সিদ্দিকা; সাদিয়া আফরিন নীলা ও সিনথিয়া আখতার; রানিয়া নুর, সাবরিনা জাফরিন ও ফারজানা আম্রিন অ্যানি এবং সানজিদা বিনতে রশিদ, আফসানা আক্তার ও সাইমা রহমান এশা। আইটি ডিবেট কম্পিটিশন এর সেরা বক্তা হন রানিয়া নুর। সফটওয়্যার প্রজেক্ট শো'র সেরা প্রোজেক্ট হিসেবে পুরষ্কার পান, সাদিয়া আফরিন নীলা, ফারজানা আক্তার মৌ, ফাহরিনা রশিদ মিমুন। আইডিয়া জেনারেশন এর চ্যাম্পিয়ন হন, রাবেয়া বিনতে হাসান ও সাদিয়া পারভিন সারা। হার্ডওয়্যার প্রজেক্ট শো' র সেরা প্রজেক্ট এর পুরস্কার সুস্মিতা চক্রবর্তি, রাফিয়া রমিজ, নাফিসা ইলাহি এবং রানার আপ হন পান জান্নাতুল ফেরদৌস সানু, জান্নাতুল নাহার সিফা ও ফাতেমা সিদ্দিকা নুসরাত।