রবি এবং কালচারাল ক্লাবের উদ্যোগে ক্যারিয়ার রোড শো অনুষ্ঠিত
রবি এবং কালচারাল ক্লাবের উদ্যোগে ক্যারিয়ার রোড শো অনুষ্ঠিত
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কালচারাল ক্লাব এবং দেশের অন্যতম প্রধান টেলিকম প্রতিষ্ঠান রবির যৌথ উদ্যোগে গত ২৮ মার্চ ২০১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার (ক্যারিয়ার রোড শো) অায়োজন করা হয়। রবির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে ছাত্রীদের সাথে মত বিনিময় করেন এবং পেশাগত পরামর্শ দেন। কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে অাসার গুরুত্ব সম্পর্কেও তাঁরা অালোচনা করেন। মেধাবী ছাত্রীদের অভিজ্ঞতা ছাড়াই রবিতে ইন্টার্ন বা শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ রয়েছে বলে তাঁরা জানান। কর্মশালায় ছাত্রীদের জীবন বৃত্তান্ত রবিতে জমা দেবার সুযোগ ছিল। এরপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীরা বিভিন্ন খেলায় অংশ নেয়। পরিশেষে এয়ারটেলের অায়োজনে মিলনায়তনে একটি মিনি কনসার্ট অনুষ্ঠিত হয়।