​সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আলোচনা সভা

​সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আলোচনা সভা

"নারী নির্যাতন বন্ধে চাই
দৃষ্টিভঙ্গির পরিবর্তন"

দেশে প্রতিনিয়ত নারীদের ওপর যৌন ও মানসিক নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতনের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং নারীদের প্রতি সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরী।
২৪ নভেম্বর বৃহস্পতিবার হাটখোলা রোডস্থ সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ‘সোসিওলজি অ্যান্ড জেন্ডার ক্লাব’ এ সভার আয়োজন করে। তিনি বলেন, সমাজে নারীকে এমন শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় যে প্রতিকার না পেয়ে অনেক নারী আত্মহত্যার পথ বেছে নেন। এই নির্যাতনের বিরুদ্ধে প্রথমে পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জাতীয় পর্যায়ে পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। সমাজে নারীকে একজন মানুষ হিসেবে ভাবতে হবে।

অনুষ্ঠানে সোসিওলজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মালেকা বেগম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন শের শারমীন আজমেরী খান প্রমুখ উপস্থিত ছিলেন।