সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন: পোস্টার প্রতিযোগিতা ও অনুপ্রেরণামূলক আলোচনা

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন: পোস্টার প্রতিযোগিতা ও অনুপ্রেরণামূলক আলোচনা

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার ক্লাব একটি পোস্টার প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে। এছাড়া এ বিষয়ে একটি আলোচনা অনুষ্টানেরও আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ বলেন, নারী কেন্দ্রিক প্রায় ১১ টি দিবসের মধ্যে আন্তর্জাতিক নারী দিবসের স্থান অনন্য, এটি নারীর অর্জনকে উদযাপন করার একটি বিশেষ দিন।

বিশেষ অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী, সমাজকর্মী ও শিক্ষক তাসলিমা আখতার। নিজের সংগ্রাম ও অভিজ্ঞতার স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নারী শ্রমিকরাই আমাকে উদ্দীপ্ত করেছে। একটু ভালো করে বাঁচার জন্য তাদের লড়াই করতে হয়। বিভিন্ন ক্ষেত্রে নারীরা অনেক এগিয়ে গেলেও কিছু ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে, অনেক ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবরকম বাধা যেন আমরা নারীরা পেরোতে পারি, এবং শিক্ষিত, মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্টিত হতে পারে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা নারীদের কথা, যারা এদেশের মেয়েদের মধ্যে নতুন করে সাহস ও প্রেরণা জুগিয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, আশুলিয়া শাখার সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির নারী সম্পাদক সাবিনা ইয়াসমিন।
এরপর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার ক্লাব কর্তৃক আয়োজিত পোস্টার প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে বিজয়ী হয়েছেন যথাক্রমে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সামানুল জান্নাত ও রফিয়া ইসলাম এবং সোশিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আইরিন আক্তার সাদিয়া।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান। তিনি বলেন, সমাজে সমতা প্রতিষ্ঠার জন্য নারীর ক্ষমতায়ন জরুরি, আর এর মূল ভিত্তি হলো শিক্ষা। তবে নারীর ক্ষমতায়ন কখনোই সম্ভব নয়, যদি সহিংসতা ও বৈষম্য অব্যাহত থাকে। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রাখা নারীরা প্রমাণ করেছেন রাষ্ট্র ও সমাজ গঠনের ক্ষেত্রেও নারী সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি নারীর প্রতি সহিংসতা ও ব্যক্তিস্বাধীনতা বিরোধী সকল আচরণ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।