সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কালচার ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব ১৪৩১
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনন্দ আয়োজনের সূচনা হয়। তারপরই শুরু হয় দিনব্যাপী ফাল্গুন মেলা। বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইরা ৩৪টি স্টলে রকমারি পণ্যের পসরা সাজিয়ে মেলার আয়োজন করেন। এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, ট্রেজারার আহমেদ আবদুল্লাহ জামাল, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ এবং বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ও শিক্ষক-শিক্ষার্থীরা। তিন শতাধিক মানুষের সমাগমে জমজমাট ছিল এ আয়োজন। এরমধ্যে বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
