Photo Exhibition: The Art of Pause
Photo Exhibition: The Art of Pause
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা "ডিজিটাল ফটোগ্রাফি অ্যান্ড ফটোজার্নালিজম" কোর্সের পক্ষ থেকে এই এক্সিবিশনের আয়োজন করেন।
প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ। সকাল ১১টায় প্রদশর্নী উদ্বোধন করেন তিনি। সাথে ছিলেন বিভাগীয় প্রধান সজীব সরকার, হাসান শিরাজী, ড. ফজিলা বানু লিলি এবং আবদুস সেলিম। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড মুভি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। এই প্রদর্শনীতে "ডিজিটাল ফটোগ্রাফি অ্যান্ড ফটোজার্নালিজম" কোর্সের ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং মোট ৭৮টি ছবি প্রদর্শন করা হয়। কোর্সটির তত্ত্বাবধয়ানে ছিলেন মিতালী রায়।