সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদার্পন করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪, বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন কাজী জাহেদুল হাসান, উপাচার্য ড. পারভীন হাসান, ট্রেজারার ড. আহমেদ আবদুল্লাহ জামাল, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক অধরা শ্রেয়সী অথৈ। উল্লেখ্য, আলোচনা অনুষ্ঠানের আগে ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন ও সকল বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে কথা বলেন।