সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি উদযাপন করলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৪
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি উদযাপন করলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৪
৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার , সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জেন্ডার ক্লাবের উদ্যোগে উদযাপিত হলো " আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৪ "অনুষ্ঠানের স্লোগান ছিল "নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করুন! # অজুহাত নয়, এক হোন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, ট্রেজারার আহমেদ আবদুল্লাহ জামাল বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ যৌন হয়রানি ও নারীদের গণপরিবহনে নিরাপত্তার বিষয়ে সচতনতার কথা বলেন। বিশেষ অতিথি শিরীন হক তার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা গুলো তুলে ধরেন। নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 'নারীপক্ষ' সংগঠনের ইতিহাস ও কার্যক্রম তুলে ধরেন এছাড়া নারীপক্ষের সচেষ্টতায় গণমাধ্যম থেকে "পতিতা" শব্দের বদলে "যৌনকর্মী" ব্যবহার নিশ্চিত করেন। এছাড়া তাদের ৪১ বছরের যাত্রায় অনেকক্ষেত্রে সফল হলেও কিছু ক্ষেত্রে আশানুরূপ পরিবর্তন আসেনি। তারমধ্যে অন্যতম পারিবারিক আইনে বৈষম্য, সাক্ষ্য আইনে বৈষম্য, প্রত্যাহিক জীবনে বৈষম্য। এছাড়াও নারীপক্ষের উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি হলো নারীর আন্দোলন ও ক্ষমতায়নের প্রতীক হিসেবে নারীদের মশাল মিছিল। বিশেষ অতিথির বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান শিরিন হককে উত্তরীয় পরিয়ে দেন ও তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. পারভীন হাসান বিশেষ ভাবে স্মরণ করেন ড. জাফরুল্লাহ চৌধুরীকে। দেশের বর্তমান পরিস্থিতিতে তার প্রয়াণ যেন অভাবনীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি। এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহমেদ আবদুল্লাহ জামাল বিশেষ ভাবে জোর দেন নারীর ক্ষমতায়নে, নিজেদের উদ্যোগী হতে হবে সবার আগে, পাশাপাশি নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে। কারন সহিংসতা কমাতে ও নিজের অবস্থানকে শক্ত করতে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার কোনো বিকল্প নেই। এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান অথৈ, একই বিভাগ থেকে নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন যথাক্রমে মুন্নী বসাক ও জুবাইদা শারমিন।
"নারী নির্যাতন রুখতে হবে, এই হাত হাতিয়ার হবে" এই স্লোগানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।