সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও রক্তদান কর্মসূচি

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও রক্তদান কর্মসূচি

৩০ অক্টোবর ২০২৪ বুধবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক সেমিনার ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও স্পোর্টস ক্লাবের মডারেটর মেহদিনা কবির তামান্না। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এছাড়া সচেতনতা মূলক আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ডা. ইফফাত জাহানারা এবং ডা. অর্পিতা মজুমদার। আলোচনা শেষে প্রশ্ন-উত্তর পর্বে বিভিন্ন জিজ্ঞাসা সম্পর্কে স্পষ্ট ধারণা দেন তারা। প্রশ্ন-উত্তর পর্ব শেষে শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি থেকে ৩৫ ব্যাগ রক্ত থ্যালাসেমিয়া রোগীদের জন্য সংগ্রহ করে।