নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ফল-২০২৪ নবীনবরণ
নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ফল-২০২৪ নবীনবরণ
ফল-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
নানা আয়োজনের মধ্য দিয়ে ফল -২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কালচার ক্লাবের উদ্যোগে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংবাদিক এলিটা করিম।
এছাড়াও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন কাজী জাহেদুল হাসান ও বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এলিটা করিম তার শিক্ষা জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই প্রজন্মের শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভিন হাসান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা বিকাশের ওপর জোর দেন। এ বিশ্ববিদ্যালয়ের ওপর আস্থা রাখার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদেরও ধন্যবাদ জানান তিনি।
শিক্ষা ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের সৎ থাকার পরামর্শ দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন কাজী জাহেদুল হাসান।
এরপর নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন বিভাগের নানা সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার বিভাগের প্রধান আব্দুস সেলিম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান হাসান সিরাজী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোছা. শাহনাজ পারভীন, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রধান ড. ফজিলা বানু লিলি এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক হাসিনুস সাবাহ্।
অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রধান অতিথি এলিটা করিমকে উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভিন হাসান। তার হাতে বিশ্ববিদ্যালয়ের স্মারক তুলে দেন রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান অথৈ ও ইংরেজি বিভাগের ফাবিহা জান্নাত। নৃত্য পরিবেশন করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মুন্নি বসাক।