' হুইসপার অব লাইট' নামে আলোকচিত্র প্রদশর্নী
' হুইসপার অব লাইট' নামে আলোকচিত্র প্রদশর্নী
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ' হুইসপার অব লাইট' নামে আলোকচিত্র প্রদশর্নী। এই আলোকচিত্র প্রদশর্নীতে ফুটিয়ে তোলা হয় শহুরে জীবনের নানা চিত্র। সোমবার, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই প্রদশর্নীর আয়েজন করা হয়।
প্রদশর্নীতে স্থান পায় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ২৬ শিক্ষার্থীর ৫৪টি আলোকচিত্র। ফটোজার্নালিজম কোর্সের সমাপনী উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোর্স শিক্ষক মিতালি রায়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রদর্শনী দেখার পর এ ধরণের আয়োজনের প্রশংসা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। প্রদশর্নীর মাধ্যমে ব্যবহারিক কোর্সগুলোর প্রতি আগ্রহ বাড়বে বলে জানান জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাফিসা মন।
প্রদশর্নীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড মুভি ক্লাব।