জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ফ্যাক্ট চেকিংয়ের ওপর একটি কর্মশালার আয়োজন
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ফ্যাক্ট চেকিংয়ের ওপর একটি কর্মশালার আয়োজন
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি (সিডব্লিউইউ)-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ফ্যাক্ট চেকিংয়ের ওপর একটি কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার আয়োজিত এ কর্মশালায় সাংবাদিকতাসহ নানা ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব, প্রক্রিয়া ও এর সুফল বিষয়ে বিভাগের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সিডব্লিউইউর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং সিসিডি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এ কর্মশালা। এতে ফ্যাক্ট চেকিংয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক হাসিনুস সাবাহ। ফ্যাক্ট চেকিং কী, এর পদ্ধতি, বর্তমানে এর প্রয়োজনীয়তা, ফ্যাক্ট চেকিং টুলস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
ফ্যাক্ট চেকিং ইস্যুর সঙ্গে ফেইক নিউজ ও ক্লিক জার্নালিজমের সম্পর্ক নিয়ে কথা বলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন সজীব সরকার। সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেকিং কেন দরকার, ফেইক নিউজ প্রকাশের প্রবণতা, ফেইক নিউজের নানা ধরন ও ফেইক নিউজ চেনার নানা কৌশল নিয়ে আলোচনা করেন তিনি।
এ ছাড়া কর্মশালায় শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে নানা দিকনির্দেশনা দেন একই বিভাগের প্রভাষক জারিন তাসনিম।
কর্মশালায় অংশগ্রহণকারীদের দুই ধাপে ফ্যাক্ট চেকিং বিষয়ে শিক্ষণের মাত্রা যাচাই করা হয়।