জাতীয় বিতর্ক কার্নিভাল ২০২৩

জাতীয় বিতর্ক কার্নিভাল ২০২৩

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক উৎসব ১৫ তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল ২০২৩ (২৪-২৫ ফেব্রুয়ারী ২০২৩) এ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ডিবেট ক্লাবের দুজন শিক্ষার্থী (উম্মে হানি খুশবু লোদী, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ফারজানা আমরিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) যোগদান করেন। দুইদিন ব্যাপী উদ্‌যাপিত হওয়া এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুইজ এবং বাংলা বারোয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। বিভিন্ন ইভেন্টের সমন্বয়ে গঠিত এই দুই দিনব্যাপী উৎসবে, নিজেদের মতামত ভাগ করে নেবার এবং অভিজ্ঞতা কুড়োবার দারুণ সুযোগ তো ছিলোই, পাশাপাশি বিভিন্ন স্তরের বিতর্ক প্রদর্শন এবং ক্যারিয়ার ওয়ার্কশপ ছাত্রীদেরকে যুগোপযোগী করে গড়ে তোলার দুয়ার উন্মোচন করেছে। অত্যন্ত ফলপ্রসূ এই পরিদর্শনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়েশা আজিজ প্রভা, সিনিয়র লেকচারার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটি।