বসন্ত উৎসব ১৪২৯
বসন্ত উৎসব ১৪২৯
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কালচার ক্লাবের উদ্যোগে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব ১৪২৯। ফাল্গুনের প্রথম দিনকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হয়েছিল বিশ্ববিদ্যালয়। নানান ধরনের পিঠা, কারুকার্য, হাতের কাজের পসরা বসিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রয়াস ছিল অধ্যয়নরত ছাত্রীদের। সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ছিল ফাল্গুনের গানের সাথে নৃত্য পরিবেশনা। উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা। আমন্ত্রিত অতিথি ছিলেন জনপ্রিয় ফুড ভ্লগার খাই দাই ডট কম - এর কর্ণধার খালেদ সাইফুল্লাহ। তিনি ছাত্রীদের স্টল ঘুরে দেখেন, তাদের মধ্যে সেরা তিনটি স্টলকে পুরষ্কৃত করেন এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।