সিডব্লিউইউ - ডিজিটাল হচ্ছে এর নীতিবাক্য নিয়ে একটি মিথষ্ক্রিয় অধিবেশন অনুষ্ঠিত হয় ।।
সিডব্লিউইউ - ডিজিটাল হচ্ছে এর নীতিবাক্য নিয়ে একটি মিথষ্ক্রিয় অধিবেশন অনুষ্ঠিত হয় ।।
ডিজিটাল মার্কেটিং নিয়ে কোন লাভ হবে না এমন কোন শিল্প নেই। ইন্টারনেট ও ডিজিটাল মিডিয়া আজ শিক্ষা ক্ষেত্রে প্রধান প্রভাব। শিক্ষা খাতটি সম্পূর্ণ বৈপ্লবিক খাত যেহেতু সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহারকারী। এবং "ডিজিটাল মার্কেটিং" হচ্ছে সেরা পদ্ধতি যা শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা গ্রহণ করা সম্ভব সম্ভাব্য শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য।
সিডব্লিউইউ - ডিজিটাল হচ্ছে এর নীতিবাক্য নিয়ে গতকাল একটি মিথষ্ক্রিয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সিমি আহমেদ, অফিসার, ডিজিটাল মার্কেটিং, কাজী মিডিয়া লিমিটেড (দীপ্ত টিভি) এ অধিবেশন পরিচালনা করেন। ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে "মার্কেটিং ম্যানেজমেন্ট" এবং "ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস" এবং সাংবাদিকতা অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের "টেলিভিশন প্রোডাকশনস" "ব্রডকাস্ট জার্নালিজম" এর শিক্ষার্থীরা এই অধিবেশনে উপস্থিত ছিলেন।
যেসব এলাকা তুলে ধরা হয়েছে :
- কিভাবে কার্যকর এসইও এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট র ্যাঙ্ক করা যায়;
- কীওয়ার্ড রিসার্চ এবং এটি কিভাবে কাজ করে;
- সঠিক এসইও এর মাধ্যমে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্টিং উন্নত করা যায়;
- ডিজিটাল কন্টেন্ট অপ্টিমাইজেশন;
- বিষয়বস্তু কাস্টমাইজেশন (প্ল্যাটফর্ম ওয়াইজ);
- কিভাবে ফেসবুক ইউটিউব ইন্সটাগ্রাম সঠিকভাবে চালাতে হয়;
- ফেসবুক নগদীকরণ;
- ইউটিউব মনিটাইজেশন;
- বিষয়বস্তু বিতরণ এবং প্রচারমূলক নির্দেশিকা