স্বাধীনতা দিবস উদযাপন ২০২২
স্বাধীনতা দিবস উদযাপন ২০২২
দিনভর নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করলো সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। রোববার দুপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত খ্যাতিমান অভিনয় শিল্পী জনাব আবুল হায়াত। তুলে ধরেন মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনা।
তরুন সমাজকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে আহ্বান জানান প্রবীন এ শিল্পী। মুক্তিযুদ্ধের স্মৃতিচারনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারপার্সন জনাব আব্দুস সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত মূখ্য শিল্পনির্দেশক জনাব আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের পর চিত্রাঙ্কন প্রতিযাগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান এবং বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জাহেদুল হাসান।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযাগিতা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এতে। প্রতিযাগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত মূখ্য শিল্প নির্দেশক জনাব আব্দুল মান্নান।
স্বাধীনতা দিবস উদযাপনে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযাগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব।