বিজয় দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়
বিজয় দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়
বিজয় দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০/ ১ পৌষ, ১৪২৭ তারিখ সন্ধ্যা ৭:০০ টায় একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারটি দীপ্ত টেলিভিশনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। উক্ত ওয়েবিনারের মূল অতিথি ছিলেন বীর উত্তম শামসুল আলম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারটি শুরু হয়। এরপর বীর উত্তম শামসুল আলমের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অমৃতা বিশ্বাস।
তার পরপরই “অপারেশন কিলো ফ্লাইট - বীর উত্তম শামসুল আলমের অজানা কথা” প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। প্রায় ৪০ মিনিটের রুদ্ধশ্বাস প্রামণ্যচিত্রে উঠে আসে এক তরুন সেনার বীর মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প।
দর্শক প্রতিমূহুর্তে অনুভব করে কতটা মর্মস্পর্শী, অনিশ্চিত আর সাহসীকতা ভরা অভিযানের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে।
প্রদর্শনী পরবর্তী আলোচনায় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মূল অতিথি বীর উত্তম শামসুল আলম। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন," অনেক সমালোচনা থাকতে পারে, না পাওয়া থাকতে পারে। তোমরা কখনো হতাশ হও না। এমন সুন্দর একটা দেশ তোমাদের এনে দিতে পেরেছি এই আমাদের প্রাপ্তি।"
ওয়েবিনারে সভাপ্রধান ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান। বীরাঙ্গনাদের যথাযথ মর্যাদা নিয়ে বাঁচবার স্বপ্ন নিয়ে উপাচার্য তাঁর সমাপনী বক্তব্য দেন।
ওয়েবিনারের মূল সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আসিফ নাওয়াজ।