“সৃজনশীলতার জায়গায় নিজেকে ছোট করে দেখার সুযোগ নেই। "
“সৃজনশীলতার জায়গায় নিজেকে ছোট করে দেখার সুযোগ নেই। "
“সৃজনশীলতার জায়গায় নিজেকে ছোট করে দেখার সুযোগ নেই। " সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে শনিবার, ৭ই নভেম্বর, সন্ধ্যা ৭-০০ টায় আয়োজিত "ব্যবসা ক্ষেত্রে কোভিড -১৯ এর প্রভাব ” শীর্ষক এক ওয়েবিনারে এমনটাই বলেন বিজিএমইএ-এর সভাপতি ডঃ রুবানা হক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ পারভীন হাসানের সভাপতিত্বে ও শিক্ষক অমৃতা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠেয় উক্ত ওয়েবিনারে বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মাহফুজ আনাম, প্রকাশক ও সম্পাদক, ডেইলী স্টার এবং রুপালি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড।
করোনা মহামারী আমাদের ব্যবসা ক্ষেত্রকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তা মোকাবেলা করতে উদ্ভাবনের বিকল্প নেই বলে মন্তব্য করেন মাহফুজ আনাম। তিনি আরও বলেন এটা শুধুমাত্র ব্যবসাক্ষেত্রের সংকট নয় বরং পুরো সভ্যতার একটা সংকট যেটা কাটিয়ে উঠতে প্রয়োজন পরিশ্রম, প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেয়া এবং দক্ষ নেতৃত্ব।
অন্যদিকে বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার আলোকে রুপালি চৌধুরী বলেন - "করোনা আমাদের মানবিক ব্যবসা পরিচালনা করার সুযোগ দিয়েছে। যেখানে মানব সম্পদ কমিয়ে না ফেলে কি করে আমরা খরচ কমিয়ে ব্যবসা পরিচালনা করতে পারি সেটাই খুঁজে বের করতে হবে "। এজন্য তিনি পুরো ইকো সিস্টেমের সকলকে এক সাথে কাজ করার আহ্ববান জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত এই ওয়েবিনারে নতুনদেরকে উদ্যোগ গ্রহণে অনুপ্রানিত করেন ডঃ রুবানা হক। তিনি বিশ্ববিদ্যালয় গুলোতে স্টার্ট আপ ক্লাব করার পরামর্শ দেন এবং সৃজনশীল উদ্যোগকে পৃষ্ঠপোষকতা করার আশ্বাস দেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলমান স্থবির পরিস্থিতিতে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা কাটিয়ে উঠতে অনলাইন কার্যক্রমে শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের প্রশংসা করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডঃ পারভীন হাসান। তবে প্রত্যন্ত অঞ্চলে এই কার্যক্রম কি করে সফল করা সম্ভব তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জনাব হাসান সিরাজী এবং বিজনেস ক্লাবের মডারেটর মেহদিনা কবির তামান্না৷
ওয়েবিনারটি দীপ্ত টেলিভিশনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।