জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন
অনলাইনে গত ১৫ আগস্ট বিকেল ৪টায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করে।
অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর প্রফেসর ডঃ মালেকা বেগম, চেয়ারপারসন, ডিপার্টমেন্ট অব সোশিওলজি এ্যান্ড জেন্ডার স্টাডিস বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থ থেকে একটি অংশ পাঠ করেন।
বঙ্গবন্ধুর কারাগারের রোজনামনচার উপর ভিত্তি করে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারপারসন আবদুস সেলিম রচিত "শতবর্ষী সম্মিলন" নাটকের নির্বাচিত অংশের অভিনয় করেন জায়েদ হাসান, লেকচারার, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ ও তাঁর সহধর্মিনী। অনলাইনে তাঁদের দুজনের প্রাণবন্ত অভিনয় সবাইকে মুগ্ধ করে।
প্রফেসর ডঃ পারভীন হাসান, ভাইস চ্যান্সেলর, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উক্ত অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।