জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রীতি সম্মিলন
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রীতি সম্মিলন
সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২০) বিকেলে চা চক্রের নির্মল আনন্দে মেতে উঠেছিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। এই আয়োজনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালেয়ে উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান।
এ সময় এক আলোচনায় জেএমএস বিভাগ ও এই বিশ্ববিদ্যালয়ে নিজেদের অভিজ্ঞতাসহ নানা পরামর্শ তুলে ধরেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের নিয়ে চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ ও প্রদর্শনীসহ নানা আয়োজনের পরিকল্পনার কথা জানান জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সজীব সরকার। বিভাগের প্রভাষক হাসিনুস সাবাহ ও মাহমুদা কণা শিক্ষার্থীদের নানা উদ্যোগকে উৎসাহিত করে তাদের এসব উদ্যোগে সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেন।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এ চা চক্রে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, কোষাধ্যক্ষ ড. এম মোফাখখারুল ইসলাম ও ডেপুটি রেজিস্ট্রার একেএম মোরশেদ।
চা চক্র ও আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এই সম্মিলন।