ইতিহাস একাডেমি ঢাকা আয়োজিত ষষ্ঠদশ আন্তর্জাতিক সম্মেলনে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান কর্তৃক মূল প্রবন্ধ উপস্থাপন
ইতিহাস একাডেমি ঢাকা আয়োজিত ষষ্ঠদশ আন্তর্জাতিক সম্মেলনে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান কর্তৃক মূল প্রবন্ধ উপস্থাপন
গত ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখ শনিবার ঢাকাস্থ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ইতিহাস একাডেমি ঢাকার উদ্যোগে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ষষ্ঠদশ আন্তর্জাতিক সম্মেলন ও স্বর্ণ-পদক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের ইতিহাসবিদগণ অংশগ্রহণ করেন । সম্মেলনের প্লেনারি সেশনে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান । তাঁর প্রবন্ধে তিনি ইতিহাস অধ্যয়নে উপাদান হিসেবে ঐতিহ্যের ব্যবহারের বিশেষ গুরুত্বের কথা তুলে ধরেন।
এছাড়া, এ সম্মেলনে ইতিহাস একাডেমি ঢাকার পক্ষ থেকে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. এম মোফাখখারুল ইসলামকে বাংলাদেশে অর্থনৈতিক ইতিহাস চর্চায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক সম্মাননা প্রদান করা হয়।