বর্ণাঢ্য "বসন্ত উৎসব-১৪২৬"

বর্ণাঢ্য "বসন্ত উৎসব-১৪২৬"

"আজি বসন্ত জাগ্রত দ্বারে"-এই স্লোগানে ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগ আয়োজন করে বর্ণাঢ্য "বসন্ত উৎসব-১৪২৬"। উৎসবমুখর পরিবেশে, গান, কবিতা পাঠ, নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে স্বাগত জানানো হয় বসন্তের আগমনীকে।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের শিক্ষক জায়েদ উল এহসান সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানের সূচনা করেন। এরপর শিক্ষক এবং ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে এ আয়োজন।

বিভাগীয় প্রধান আবদুস সেলিম, ইমরান খান এবং লিটন চক্রবর্তী মিঠুন কবিতা পাঠ করেন। ছাত্রীদের মধ্যে থেকে কবিতা পাঠ করেন নাজিফা বশির। নাচ পরিবেশনায় ছিলেন হামিদা সরকার ও জাফরিনা তুসিন। ছাত্রীদের মধ্যে থেকে একক সংগীত পরিবেশনা করেন পিংকি দাস, তাসমেও আহমেদ। এছাড়াও সংগীত পরিবেশন করেন এ বিভাগের সহকারী অধ্যাপক জাফর মোহাম্মদ মাহমুদ। দলীয় নৃত্যে অংশ নেন খাদিজা, মাধুরী, শম্পা এবং রাখী। দলগত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বিভাগের ছাত্রীরা অনুষ্ঠানের সমাপ্তি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য ড. পারভীন হাসান, কোষাধ্যক্ষ ড. মোফাখখারুল ইসলাম এবং রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অনুষ্ঠান নিয়ে তার সন্তোষ জ্ঞাপণ করেন এবং ছাত্রীদের উৎসাহিত করেন এ ধরণের অনুষ্ঠান আরো আয়োজন করবার জন্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারর্সন ড. মালেকা বেগম।

স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জ্ঞাপন এবং আগত অতিথিদের ধন্যাবাদ জানিয়ে প্রীতিভোজ এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উক্ত বিভাগের শেষ বর্ষের ছাত্রী নাদিয়া হক।