সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কর্তৃক চার জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কর্তৃক চার জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে চার বরণীয় ব্যক্তিত্বকে সম্মাননা জানিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। এই চার গুণী ব্যক্তিত্ব হলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী, সাহিত্যিক রাবেয়া খাতুন এবং শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। ১৬ অক্টোবর ২০১৯ (বুধবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে তাঁদের এ সম্মাননা জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই গুণীজনদের প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর পর তাঁদের উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে মানপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। মানপত্র পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহনাজ পারভীন, আফরিন ইসলাম, আবদুস সেলিম ও হাসান সিরাজী। এ সময় এই চার ব্যক্তিত্বের ওপর নির্মিত চারটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান তাঁর সমাপনী বক্তব্যে বলেন, এই আত্মত্যাগী মানুষদের যথার্থ সম্মান জানানোর সামর্থ আমাদের নেই। বরং তাঁরা যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন, তাতে আমরাই সম্মানিত বোধ করছি। এই গুণীজনেরা বাংলাদেশের বিভিন্ন সময়ের মোড় ঘোরানো ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী এবং সক্রিয় কর্মী। যে কোনো সামাজিক অবস্থান থেকেই দেশ ও সমাজের প্রত্যাশিত পরিবর্তনে এবং মানব কল্যাণে অবদান রাখা সম্ভব - এই গুণীজনেরা আমাদের সামনে সেই দৃষ্টান্তই উপস্থাপন করেছেন। তাঁদের আদর্শ এবং প্রদর্শিত পথ অনুসরণ করার মতো সৎসাহসী উত্তরাধিকার বর্তমান প্রজন্মে আবশ্যক। তাঁরা পথ দেখিয়েছেন, তাঁদের প্রদর্শিত পথকে প্রসারিত এবং সুগম্য করা বর্তমান প্রজন্মের কর্তব্য। এই কর্তব্য সঠিকভাবে পালন করার চেয়ে বড় সম্মান প্রদর্শন এই গুণীজনদের প্রতি আর কিছু হতে পারে না। আমরা সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির পক্ষ থেকে এই গুণীজনদের জানাই অশেষ কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা-ভালোবাসা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান এবং সদস্য কাজী জিসান হাসান, কোষাধ্যক্ষ ড. এম মোফাখখারুল ইসলাম, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মালেকা বেগম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সজীব সরকার, ফটোসাংবাদিক তাসলিমা আখ্তার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।