সোশিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে বিভাগীয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন
সোশিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে বিভাগীয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন
১লা আগস্ট ২০১৯ বৃহস্পতিবার, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে বিভাগীয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করে। দিনব্যাপী শিক্ষামূলক এই আয়োজনে শিক্ষার্থীরা যাদুঘরের বিভিন্ন গ্যালারী পরিদর্শনসহ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশ নেয়। সবশেষে শিক্ষার্থীগণ যাদুঘর আয়োজিত কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং বিভাগের শিক্ষার্থী জান্নাত আরা ফেরদৌসী, নাদিয়া নাসরীন, তামান্না আকতার সাথী এবং নাদিয়া আহমেদ যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে। বিভাগীয় প্রধান অধ্যাপক মালেকা বেগম, জ্যোষ্ঠ প্রভাষক জোবায়রা বিশ্বাস, প্রতিমা দেব, প্রভাষক নাজনীন সুলতানা ও তাসফিয়া তানজীম এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন।