যৌন হয়রানি ও প্রতিরোধ বিষয়ক সেমিনার
যৌন হয়রানি ও প্রতিরোধ বিষয়ক সেমিনার
২৫ এপ্রিল ২০১৯ তারিখে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে যৌন হয়রানি ও প্রতিরোধ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশান এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। সেমিনারে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের চেয়ারপারসন ড. ফেরদৌস অাজিম। অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে তিনি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস অাহমেদ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন ও ক্রেস্ট প্রদান করেন।
সেমিনারের প্রধান বক্তা ফারাহ কবির বলেন, যৌন হয়রানির মামলাগুলোর ক্ষেত্রে দেখা যায়, অপরাধীর চেয়ে ভুক্তভুগী ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। সভাপতির বক্তব্যে ফেরদৌস অাজিম যৌন হয়রানি প্রতিরোধে সবাইকে অারও সোচ্চার হওয়ার অাহবান জানান।
সেমিনারে অালোচক হিসেবে ছিলেন সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার জোবায়রা বিশ্বাস, ল ডিপার্টমেন্টের চেয়ারপারসন সিনিয়র লেকচারার অাফরিন ইসলাম, ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার অাসিফ নাওয়াজ।
সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অালোচকরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের প্রভাষক জায়েদ-উল-এহসান।