সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে 'তারুণ্যের কথা' এর প্রিমিয়ার শো
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে 'তারুণ্যের কথা' এর প্রিমিয়ার শো
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে দীপ্ত টেলিভিশনের তরুণ সমাজ নিয়ে বিশেষ অনুষ্ঠান 'তারুণ্যের কথা'
এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটি আয়োজন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিডিয়া ক্লাব। এতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
'তারুণ্যের কথা' অনুষ্ঠানের প্রযোজক ফুয়াদ চৌধুরী বলেন, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল তরুণদের নিয়ে কাজ করা। এ প্রোগ্রামে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের সাহায্য করবে। কিন্তু গল্পের ধারণা আসতে হবে শিক্ষার্থীদের কাছ থেকে।
অনুষ্ঠানটি দুটি পর্বে করা হয়। প্রথম পর্বে হয় 'তারুণ্যের কথা' অনুষ্ঠানের প্রিমিয়ার শো এবং দ্বিতীয় ভাগে ছিল প্রশ্ন-উওর পর্ব।
সেখানে আরও উপস্থিত ছিলেন 'তারুণ্যের কথা' অনুষ্ঠানের সহকারী প্রযোজক তামজিদা তুবা, লিপিলেখক রোমানা শাওন, দীপ্ত টেলিভিশনের টীম এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা।