শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে গত ১৯শে ফেব্রুয়ারি ‘২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোফাখ্খারুল ইসলাম, সোশিওলজি ও জেন্ডার স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মালেকা বেগম এবং একই বিভাগের ইতিহাসের প্রভাষক নাজনীন সুলতানা।

অমর একুশে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভাষা আন্দোলন নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক মালেকা বেগম। অতঃপর বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মোফাখ্খারুল ইসলাম এই বিশেষ দিবস সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন। ১৯৫২ সালে ২১ এর প্রথম প্রহরের ইতিহাস পাঠ সহ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে ইতিহাসের প্রভাষক নাজনীন সুলতানা ভাষার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন।