সমকালীন বাঙালি নৃত্য ও নাট্য বিষয়ক অালোচনা এবং অালোকচিত্র প্রদর্শনী
সমকালীন বাঙালি নৃত্য ও নাট্য বিষয়ক অালোচনা এবং অালোকচিত্র প্রদর্শনী
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ৩রা অক্টোবর, বুধবার সমকালীন বাঙালি নৃত্য ও নাট্য বিষয়ক অালোচনা এবং অালোকচিত্র প্রদর্শনীর অায়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ''দ্য জার্নি অব কনটেমপোরারি ডান্স অ্যান্ড থিয়েটার ইন বেঙ্গল, উইথ এ স্পেশাল ফোকাস অন জেন্ডার অ্যান্ড কালচার’’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব উইমেন্স স্টাডিজ এর পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. ঐশিকা চক্রবর্তী। নকশি-কাঁথা ও সমকালীন বাঙালি নৃত্যের বিকাশ, বিভিন্ন ধারা এবং এর সাথে সংস্কৃতির সম্পর্ক বিষয়ে বক্তা তাঁর উপস্থাপনায় তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা এবং সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অাবদুস সেলিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, কোষাধ্যক্ষ ড. মোফাখখারুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন কাজী জাহিদুল হাসান, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন। অালোচনা অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অান্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অালোকচিত্রী এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের খণ্ডকালীন প্রভাষক তাসলিমা অাখতার এর একটি অালোকচিত্র প্রদর্শনীর অায়োজন করা হয়।