CSE Family Picnic
CSE Family Picnic
স্মৃতিময় একদিন | CSE Family Picnic | ১৯ জানুয়ারি ২০২৬
ব্যস্ত একাডেমিক জীবন, ক্লাস, ল্যাব আর ডেডলাইনের মাঝখানে একটুখানি প্রশান্তি, হাসি আর একসাথে সময় কাটানোর সুযোগ—এই অনুভূতিটাই উপহার দিয়েছে আমাদের পিকনিকটি। ঢাকার অদূরে পূর্বাচলে অবস্থিত মনোরম জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই পিকনিকটি ছিল সত্যিই অসাধারণ। মোট ৪৭ জনের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে উঠেছিল আরও রঙিন ও আনন্দঘন। আরামদায়ক ও আনন্দময় বাস জার্নির মধ্য দিয়েই শুরু হয় আমাদের এই যাত্রা। পথে পথে প্রকৃতির অপরূপ দৃশ্য, সবার হাসি-ঠাট্টা আর গল্পে সময় কেটে যায় চোখের পলকে। পার্কে পৌঁছে সবুজে ঘেরা পরিবেশ, খোলা আকাশ আর নির্মল বাতাস যেন আমাদের ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দেয়। দিনভর ছিল নানান আনন্দ আয়োজন—র্যাফেল ড্র, মজার গেমস, আড্ডা, ছবি তোলা আর একসাথে সময় কাটানোর অমূল্য মুহূর্ত। শিক্ষক-শিক্ষার্থীদের এই সুন্দর বন্ধন, আন্তরিকতা আর হাসিমুখ পুরো দিনটিকে করে তুলেছে আরও বিশেষ। নিরাপদ ভ্রমণ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং সবার সঙ্গে হৃদ্যতাপূর্ণ সময় কাটানোর মাধ্যমে এই দিনটি আমাদের সবার স্মৃতির পাতায় চিরকাল অমলিন হয়ে থাকবে। এই সুন্দর আয়োজনের সাথে যুক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি, এমন আরও অনেক আনন্দময় মুহূর্ত আমরা একসাথে ভাগ করে নিতে পারব।
