মিডিয়া অভিজ্ঞতা বাড়াতে চ্যানেল আইয়ে সিডব্লিউইউ জেএমএস বিভাগের শিক্ষার্থী-শিক্ষক দলের পরিদর্শন
মিডিয়া অভিজ্ঞতা বাড়াতে চ্যানেল আইয়ে সিডব্লিউইউ জেএমএস বিভাগের শিক্ষার্থী-শিক্ষক দলের পরিদর্শন
মিডিয়া ও মুভি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা চ্যানেল আইয়ের কার্যালয় পরিদর্শনে যান।
জেএমএস বিভাগের ২৭ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এই আয়োজনে অংশ নেন। এসময় চ্যানেল আইয়ের বার্তাপ্রধান, বিশিষ্ট সাংবাদিক শাইখ সিরাজ তাঁদের সাথে এক ঘণ্টার একটি সেশনে বসেন। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। শিক্ষার্থীদের সাথে আরও কথা বলেন চ্যানেল আইয়ের এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান এবং ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের প্রধান তৌফিক আহমেদ। এরপর তাঁরা দর্শনার্থীদের পুরো মিডিয়া হাউজটি ঘুরে দেখান, সংবাদ তৈরি ও সম্প্রচারের প্রতিটি ধাপ সরেজমিনে দেখান এবং চ্যানেলটির কলাকুশলীরা তাঁদের বিভিন্ন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। এই পরিদর্শনের তত্ত্বাবধানে ছিলেন ক্লাব-মডারেটর হাসিনুস সাবাহ, কো-মডারেটর কাজী নাফিয়া রহমান, এবং বিভাগের শিক্ষক অধরা শ্রেয়সী অথই ও আশরাফুন নাহার।
