সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও দৃকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও দৃকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অনুসন্ধানী ও সৃজনশীল সংবাদ উপস্থাপনের নতুন ধারা শেখাতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও দৃকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান ও দৃকের প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এরপর উপস্থিত ছাত্রদের অনুরোধে শহিদুল আলম অতি সম্প্রতি তাঁর সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহন, ইসরাইল সৈন্য কতৃক গ্রেপ্তার, কারাবরণ ও মুক্তির অভিজ্ঞতা বর্ণনা করেন। এ সময় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, শিক্ষার্থীরা ও দৃকের সায়দিয়া গুলরুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকতা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে।