প্রখ্যাত আইনজীবী, সমাজসেবক ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সৈয়দ মাঈনুল হকের প্রয়াণে স্মরণসভা
প্রখ্যাত আইনজীবী, সমাজসেবক ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সৈয়দ মাঈনুল হকের প্রয়াণে স্মরণসভা
আজ সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো প্রখ্যাত আইনজীবী, সমাজসেবক ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সৈয়দ মাঈনুল হকের প্রয়াণে স্মরণসভা। অনুষ্ঠানে একটি সংক্ষিপ্ত জীবনালেখ্য পাঠ করা হয় এবং তাঁর জীবন ও কর্মের উপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শিত হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার সহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং সংশ্লিষ্টজনেরা। এসময় স্মৃতিচারণ করেন তাঁর কন্যা সাকিনা হক, সহোদর মোতাহেরুল হক, সহকর্মী সৈয়দ তারিকুজ্জামান দীপু, বন্ধু ওসমান আলী খান কচি ও তানভীর আহমেদ খান, রাজনীতিবিদ জোনায়েদ সাকি ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোহাম্মদ মামুন। সবশেষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান সৈয়দ মাঈনুল হকের সঙ্গে ১৯৬৯ সালের প্রথম পরিচয়ের দিন থেকে মৃত্যুর আগে অবধি তাঁর যে স্মৃতি সেসব তিনি সংক্ষেপে বর্ণনা করেন। সৈয়দ মাঈনুল হক স্মরণে দোয়া ও মোনাজাত পাঠের মাধ্যমে এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে। মোনাজাত পাঠ করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মুক্তাদির বিল্লাহ মুনিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক অধরা শ্রেয়সী অথই।
