ফেরি সিনেমা বাংলাদেশ ২০২৩

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে প্রদর্শিত হলো ইতালীয় সিনেমার বিশেষ আয়োজন 'ফেরি সিনেমা বাংলাদেশ ২০২৩'। বাংলাদেশস্থ ইতালীয় দূতাবাসের সহযোগিতায় ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া-আইএএফএম এবং বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ক্লাব যৌথভাবে এ আয়োজন করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ, উপাচার্য ড. পারভীন হাসান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান ভালো ও শিক্ষনীয় চলচ্চিত্র দেখার ওপর তাগিদ দেন শিক্ষার্থীদের।
ইতালীয় চলচ্চিত্রের সাথে বাংলাদেশী দশর্কদের পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন বলে মন্তব্য করেন ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়।
সিনেমা প্রদর্শনীটি শিক্ষার্থীদের ইতালীয় চলচ্চিত্র সম্পর্কে আগ্রহী করে তুলবে বলে মন্তব্য করেন মিডিয়া ক্লাবের মডারেটর এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক হাসিনুস সাবাহ্।
অনুষ্ঠানে চলচ্চিত্র পন্ডিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের ধারণকৃত বিশেষ বক্তৃতা 'Art of Watching Cinema ' দেখানো হয়। এখানে চলচ্চিত্র দেখার ও বোঝার বিষয় নিয়ে ধারণা দেন তিনি। এর পর 'হিজ নেম ওয়াজ কার্গো', 'আ কন্সপাইরেসি ম্যান' এবং প্রামাণ্যচিত্র ' আনান্দ' প্রদর্শিত হয়।
এবারের ৬ষ্ঠ তম ফেরি সিনেমা অনুষ্টিত হচ্ছে সারা বাংলাদেশের ১০ বিশ্ববিদ্যালয়ে।

media_movie_club_pic: