সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে প্রদর্শিত হলো বীরাঙ্গনাদের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে প্রদর্শিত হলো বীরাঙ্গনাদের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র । বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে নারীপক্ষ প্রযোজিত দ্বীপ্ত টেলিভিশনের পরিচালক একেএম মাহাদী সোমেন পরিচালিত ‘বীরাঙ্গনা আখ্যান’ ও বিষকাঁটা নামে দুটি প্রামান্যচিত্র দেখানো হয়। বীরাঙ্গনা আখ্যান প্রামাণ্যচিত্রে দুজন বীরাঙ্গনার গল্পে উঠে এসেছে বর্তমানে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীরাঙ্গনাদের বর্তমান অবস্থা। তুলে ধরা হয়েছে তাদের অধিকার নিয়ে কাজ করে যাওয়া ‘নারীপক্ষ’র ভূমিকা।
আয়োজনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন নারী অধিকার বিষয়ক সংগঠন নারীপক্ষের সদস্য গীতাদাস, কামরুন নাহার, সাফিয়া আজিম নাজনীন সুলতানাসহ আরো অনেকে।
প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে বীরাঙ্গনাদের জীবন সংগ্রামের তথ্য সবার কাছে তুলে ধরার তাগিদ দেন গীতা দাস। বীরাঙ্গনাদের পাশাপাশি অন্যান্য নারীদের প্রতি অপমানজনক ভাষা ব্যবহার না করার উপর জোর দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান। প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর ছিল প্রশ্ন-উত্তর পর্ব।
যৌথভাবে এ প্রদর্শনীটির আয়োজন করে নারীপক্ষ এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিডিয়া ক্লাব।

media_movie_club_pic: