আইটিফেস্ট ২০২২
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সপ্তাহব্যাপী (৪ -১৩ আগস্ট) অনুষ্ঠিত হলো আইটিফেস্ট ২০২২। ফেস্টের আয়োজন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাব। এই অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টগুলো ছিল- প্রোগ্রামিং কনটেস্ট, আইটি ডিবেট, কম্পিউটার গেমিং, কুইজ , স্পেল এন্ড উইন, এবং পোস্টার ডিজাইন উইথ ইনোভেটিভ আইডিয়া কম্পিটিশন। এছাড়াও "সাইবার সিকিউরিটি" বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয় । স্কুল-কলেজের ছাত্রীদের অংশগ্রহণে ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় , যেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরষ্কার ছিল যথাক্রমেঃ ৫০০০ টাকা,৩০০০ টাকা, এবং ২০০০ টাকা। সেদিন স্কুল-কলেজের ছাত্রীরা স্পেল এন্ড উইন নামক আরো একটি কম্পিটিশনে অংশগ্রহণ করে ক্রেস্ট জিতে নেয়।
১৩ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেষ্টের সমাপনী হয়। বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান এবং বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জাহেদুল হাসান।