‘আন্তর্জাতিক নারীদিবস ২০২৩’
‘আন্তর্জাতিক নারীদিবস ২০২৩’ উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা, হিউম্যানরাইটস ওপাবলিক হেলথ অ্যাক্টিভিস্ট, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরীকে সম্মাননা জানিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। সোশিওলজি অ্যান্ড জেন্ডার ক্লাবের আয়োজনে ৬মার্চ ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষক তানজীলা হোসাইনের পিতার মৃতুতে শোক প্রকাশ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আন্তর্জাতিক নারীদিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ। অনুষ্ঠানে ডা: জাফরুল্লাহ চৌধুরী এবং তাঁর কর্মময় জীবনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
ডা: জাফরুল্লাহ চৌধুরী এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান সম্পর্কে বিশেষ করে নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা ও অবদানের কথা উল্লেখ করে বক্তব্য দেন ও স্মৃতি চারণ করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. ফজিলা বানু লিলি, উপাচার্য ড. পারভীন হাসান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন জনাব কাজী জাহেদুল হাসান এবং অতিথি জনাব জোনায়েদ সাকি।
এই এলাকার সব মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়বে, ডা: জাফরুল্লাহ চৌধুরী তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে এমন স্বপ্ন ও আশাবাদের কথা জানান। গুণী ব্যক্তিত্ব ডা: জাফরুল্লাহ চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেন উপাচার্য ড. পারভীন হাসান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একক সংগীত ও একক নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক ও শিক্ষার্থী, বিশিষ্ট উইমেন্স রাইটস অ্যাক্টিভিস্ট ও ডা: জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক, জাফরুল্লাহ চৌধুরীর পুত্র বারীশ হাসান চৌধুরী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।